বিরাটরা চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে রাখলেন যুবতী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৯ বছর পর আইপিএল ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংসকে দুরমুশ করে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন বিরাট কোহলিরা। দেশের তামাম ক্রিকেটপ্রেমীরা চাইছেন, এবার ট্রফি উঠুক আরসিবির হাতে। কিন্তু সেই চাহিদা এমন উচ্চতায় উঠেছে, যার জন্য ভেঙে যেতে বসেছে গোটা সংসার।
মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচে এক মহিলা ভক্তকে দেখা যায় প্ল্যাকার্ড হাতে। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আরসিবি ফাইনালে না জিতলে স্বামীকে ডিভোর্স দিয়ে দেব।' আর সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু কোনওবারেই ভাগ্য সঙ্গ দেয়নি। এবার ৯ বছর পর ফের সুযোগ এসেছে বিরাটদের কাছে। আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কি কাঙ্খিত সেই আইপিএল ট্রফি উঠবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে? অপেক্ষা সকলের।