বোলিংয়ের শক্তি বাড়াতে পরের মরশুমে এই কিংবদন্তিকে আনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইপিএলে অত্যন্ত খারাপ পারফর্মেন্স করে কলকাতা নাইট রাইডার্স। বিশেষত বোলিং বিভাগের চরম ব্যর্থতা ভুগিয়েছে নাইটদের। এই পরিস্থিতিতে বোলিং বিভাগে বড় বদল আনতে চলেছে কলকাতা। যা খবর, আগামী মরশুমে কিংবদন্তি প্রোটিয়া পেসার ডেল স্টেনকে বোলিং কোচ হিসেবে আনতে পারে কেকেআর।
গত আইপিএল শেষ হতে বর্তমান বোলিং কোচ ভরত অরুণের সাথে চুক্তি শেষ হচ্ছে নাইটদের। ফলে নতুন কোচ নিতে বাধা নেই ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে একাধিক নামে নজর রাখা হলেও, প্রধান টার্গেট হিসেবে স্টেনকে নেওয়ার চিন্তাভাবনা করছে কেকেআর। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন স্টেন।
নিজের সময়ে বিশ্বের সেরা বোলার ছিলেন স্টেন। তাবড় তাবড় ব্যাটারদের স্টাম্প উড়িয়ে দিতেন নিজের দুরন্ত লাইন-লেংথ ও গতি দিয়ে। আইপিএলে ডেকান চার্জার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টেন।