২৩ বছর পর দাবা বিশ্বকাপের আসর ফিরছে ভারতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আন্তর্জাতিক দাবা নিয়ামক সংস্থা 'ফিডে' এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আসন্ন ফিডে বিশ্বকাপ ২০২৫ আয়োজিত হবে ভারতে। যদিও ভারতের কোন শহরে আয়োজিত হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর হবে দাবা বিশ্বকাপ।
শেষবার ২০০২ সালে হায়দরাবাদে আয়োজিত হয়েছিল দাবা বিশ্বকাপ, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। এবারের প্রতিযোগিতায় ২০৬ জন দাবাড়ু অংশগ্রহণ করবে। এর আগে দাবা বিশ্বকাপ বিভিন্ন ফর্ম্যাটে খেলা হলেও, ২০২১ সাল থেকে নকআউট ফর্ম্যাটে খেলা হচ্ছে।
প্রথম রাউন্ডে, শীর্ষ ৫০ বাছাই দাবাড়ুরা বাই পেয়ে পরের রাউন্ডে উঠে যাবে। এদিকে ৫১ থেকে ২০৬ বাছাই দাবাড়ুরা লড়বে, যেখানে সব থেকে বেশি র্যাঙ্কের সাথে সব থেকে কম র্যাঙ্কের সারি অনুসারে ম্যাচগুলি হবে। এই প্রতিযোগিতার সেরা তিন দাবাড়ু সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৬ ক্যান্ডিডেটস প্রতিযোগিতায়, যেখানে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের জন্য কে লড়বে তা নির্ধারিত হবে।
এর আগে ভারতে ২০২২ সালে দাবা অলিম্পিয়াড, ২০২৪ সালে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং চলতি বছরের এপ্রিলে ফিডে মহিলাদের গ্রাঁ প্রি এর পঞ্চম লেগ আয়োজিত হয়েছে।