'তুমি না থাকলে': আন্তর্জাতিক অভিভাবক দিবসে বাংলার তারকা ক্রীড়াবিদদের বাবা-মায়েদের ফিরিয়ে দেওয়ার পালা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তারকারা দেশকে গর্বিত করেন, কিন্তু যাঁদের নিঃস্বার্থ ত্যাগে এই তারকারা গড়ে ওঠেন - তাঁরা, তারাদের বাবা-মা। যাঁরা থেকে যান নেপথ্যে। তাঁদের সম্মান জানাতে ১ জুন আন্তর্জাতিক অভিভাবক দিবস উপলক্ষ্যে রুবি জেনারেল হাসপাতাল আয়োজিত এক্সট্রা টাইম বাংলার বিশেষ অনুষ্ঠান 'তুমি না থাকলে', সহযোগিতায় অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল এবং অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস। খেলোয়াড়দের বাবা-মায়েদের সম্মান জানাতে এই বিশেষ অনুষ্ঠানটি হয় কলকাতার ঐতিহ্যমণ্ডিত টাউন হলের সেমিনার রুমে।
এই অনুষ্ঠানে বাংলার মহাতারকা ক্রীড়াবিদ- প্রণয় হালদার, সাইকা ইশাক, সোমা বিশ্বাস, রবি হাঁসদা, সুতীর্থা মুখার্জি, অঙ্কিত চ্যাটার্জি, মৌমিতা মন্ডল, সৌবৃতি মন্ডল, সাগর আলির মা-বাবাকে তাঁদের নিঃস্বার্থ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ক্রীড়াজগতের নক্ষত্ররা। উপস্থিত ছিলেন আইএফএ, এবং ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন চন্দন রাইয় চৌধুরী, সঞ্জয় সেন, রঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সৌরাশিষ লাহিড়ী, প্রশান্ত চক্রবর্তী সহ বাংলার বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং কলকাতার মেয়র পরিষদ দেবাশিস কুমার। এছাড়াও 'তুমি না থাকলে' অনুষ্ঠানে রুবি হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোমনাথ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স দলের পুরুষ ও মহিলা ক্রিকেটাররাও এই অনুষ্ঠানে আসেন, তাঁদের আসন্ন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের জন্য শুভেচ্ছাও জানানো হয়। এর পাশাপাশি কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চলা অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং তাঁর ফুটবলারদেরও উৎসাহ যোগানো হয়। অ্যাডামাস ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রঃ ডঃ সমিত রায় এক্সট্রা টাইম বাংলার এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত থেকে।
নিজের ছেলের লড়াই ও অর্জনে গর্বিত রবি হাঁসদার মা মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন। আবেগপ্রবণ হয়ে পড়েন সোমা বিশ্বাস, অঙ্কিত চ্যাটার্জি, মৌমিতা মন্ডল, সাগর আলির অভিভাবকেরা। অন্যদিকে প্রণয়-সুতীর্থার বাবা-মা জানান অনেক অজানা গল্প।