রবি ফাউলার থেকে সঞ্জয় সেন - ভারতের কোচ হওয়ার আবেদন ১৭০ জন প্রশিক্ষকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের জাতীয় পুরুষ দলের হেড কোচ পদের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মোট ১৭০টি আবেদন পেয়েছে, যেখানে একাধিক বড় নাম রয়েছে। তবে গত বছরের তুলনায় অনেক কম আবেদন এসেছে ফেডারেশনের কাছে। গত বছর মানোলো মার্কেজের অন্তর্ভুক্তির আগে ২৯১টি আবেদন এসেছিল।
বেশ কিছু চেনা মুখ রয়েছে আবেদনের তালিকায়, যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই প্রখ্যাত ফুটবলার রবি ফাউলার ও হ্যারি কেওয়েল। এছাড়াও রয়েছেন ভারতের প্রাক্তন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। রয়েছেন আইএসএল চ্যাম্পিয়ন দুই কোচ আন্তোনিও লোপেজ হাবাস ও সের্জিও লোবেরা। ভারতীয়দের মধ্যে নাম রয়েছে খালিদ জামিল, সঞ্জয় সেন ও সন্তোষ কাশ্যপ সহ একাধিক প্রশিক্ষকের।
এছাড়াও রয়েছে ব্রাজিলের প্রাক্তন অনুর্ধ্ব-১৭ কোচ কাইও জানারদি ও বার্সেলোনার রিজার্ভ দলের প্রাক্তন ম্যানেজার জর্ডি ভিনালস, যিনি গত তিন বছর চাইনিজ সুপার লিগের দল ঝেইজাং প্রফেশনালের হেড কোচ ছিলেন। আবেদন করেছেন পিটার সেগর্টও, যিনি তাজিকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেছেন।
গত ২ জুলাই কার্যকরী কমিটির বৈঠকে মানোলো মার্কেজের পদত্যাগ গ্রহণ করার পর ৪ জুলাই জাতীয় দলের হেড কোচের জন্য আবেদনের বিজ্ঞাপন এনেছিল ফেডারেশন। এবার এই ১৭০টি আবেদনকে পর্যালোচনা করে দীর্ঘ তালিকা তৈরি করবে এআইএফএফ।