২ মাসে ১৭ কেজি ওজন কমিয়ে চমকে দিয়েছেন সরফরাজ! রহস্য ফাঁস করলেন তাঁর বাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ফিটনেস ট্রান্সফর্মেশন চমকে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। মাত্র আড়াই মাসের মধ্যে প্রায় ১৭ কেজি ওজন কমিয়ে নতুন অবতারে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে সরফরাজ নিজেই এই ব্যাপারটি সামনে আনেন। তবে, এত কিছুর পরেও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি তার। যদিও ইংল্যান্ড সফরের আগেই ‘ইন্ডিয়া এ’ দলের হয়ে খেলেছেন এবং সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
তাঁর ফিটনেস ট্রান্সফর্মেশন নিয়ে সরফরাজের বাবা নওশাদ খানের বক্তব্য, "আমরা ডায়েটে প্রচুর নিয়ন্ত্রণ এনেছি। গত ১ থেকে ১.৫ মাস ধরে বাড়িতে রুটি, ভাত কিছুই খাইনি। খাচ্ছি ব্রকোলি, গাজর, শসা, সবুজ শাক-সবজি দিয়ে সালাড। সঙ্গে গ্রিলড ফিশ, গ্রিলড চিকেন, সেদ্ধ চিকেন, সেদ্ধ ডিম। সবুজ চা, গ্রিন কফিও খাচ্ছি।"
নওশাদ আরও জানান, সরফরাজ তার পছন্দের বিরিয়ানিও ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, "সরফরাজ ১.৫ মাসের মধ্যেই প্রায় ১০ কেজি কমিয়ে ফেলেছিল। ওজন আরও কমানোর কাজ সে চালিয়ে যাচ্ছে। আমি নিজেও ১২ কেজি ওজন কমিয়েছি কারণ হাঁটুর সমস্যা ছিল। ডাক্তার বলেছিলেন হাঁটু বদলাতে হবে, কিন্তু আমি বললাম, আগে ওজন কমাব। এতে আমিও উপকৃত হয়েছি।"
এদিকে ইংল্যান্ড সফরের জন্য সরফরাজকে দলে না নেওয়া নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই বিসিসিআই-এর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবু সরফরাজ নিজের ফিটনেস নিয়ে নজর কেড়েছেন সকলের।