পদপিষ্টকান্ডে আরসিবিকে দায়ী করল কর্ণাটক সরকার, দোষী সাব্যস্ত কোহলিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আরও চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিশেষ করে বিরাট কোহলি! আইপিএল জেতার পরের দিন বেঙ্গালুরুতে সেলিব্রেশনের সময়ে ১১ জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যান। সেই ঘটনার দায় এবার আরসিবি ফ্র্যাঞ্চাইজির উপরেই চাপাল কর্ণাটক সরকার। শুধু তাই নয়, পরোক্ষে সুপারস্টার ক্রিকেটার বিরাট কোহলিকেও দোষী করল রাজ্য সরকার।
ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্টকে পদপিষ্টের ঘটনা নিয়ে নিজেদের রিপোর্ট জমা দিয়েছিল সরকার। যদিও প্রাথমিকভাবে রাজ্য সরকার চেয়েছিল, প্রকাশ্যে সেই রিপোর্ট যেন না আসে। তবে হাইকোর্টের নির্দেশে সেটি প্রকাশ্যে আনা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়াই এত বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছিল আরসিবি। পুলিশি অনুমতি না নিয়েই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একাধিক পোস্টও করেছিল আরসিবি।
এই রিপোর্ট অনুযায়ী, ট্রফি জেতার রাতে আরসিবি ম্যানেজমেন্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করে শুধু জানায় তাদের সেলিব্রেশনের কথা, কোনও অনুমতি চায়নি। সেই রিপোর্টে লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে সমর্থকদের আসার জন্য আবেদন করা হয়েছিল, তাতে শোরগোল পড়েছিল। তার উপর খোদ বিরাট কোহলির এই নিয়ে একটি ভিডিও পোস্টও সাড়া ফেলেছিল। সেলিব্রেশন নিয়ে আরসিবির পোস্টগুলিতে প্রায় ৪৪ লক্ষ ভিউ হয়েছিল।
রিপোর্টে জানানো হয়েছে, পুলিশ চেয়েছিল ৯ জুন অনুষ্ঠানটি করতে। কিন্তু আরসিবি ম্যানেজমেন্টের দাবি ছিল, বিদেশিরা দ্রুত দেশে ফিরবে বলে পরের দিনই সেলিব্রেশন করতে হবে। ফলে সময় কম থাকায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। এর জেরে রোড শো বাতিল করা হলেও সেটি আরসিবির তরফ থেকে পোস্ট করা হয়নি। যার জেরে সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং প্রাণ হারান অসংখ্য মানুষ।