ACL 2: মোহনবাগান-আল নাসের একই গ্রুপে পড়লেও যুবভারতীতে খেলতে দেখা যাবেনা রোনাল্ডোকে! জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নতুন মরসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোহনবাগান। এই একই টুর্নামেন্টে খেলার কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের। রোনাল্ডোকে সামনে থেকে দেখার আশায় দিন গুনছেন বাংলার ফুটবল ভক্তরা। তবে এরই মাঝে এল বড় খবর যা মন খারাপ করে দেবে রোনাল্ডো ভক্তদের। মোহনবাগান সুপার জায়ান্ট এবং আল নাসের একই গ্রুপে পড়লেও যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে দেখা যাবেনা পর্তুগিজ মহাতারকাকে! কিন্তু কেন?
খবর অনুযায়ী, আল-নাসেরের নতুন কোচ জর্জ জেসাস ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই গ্রীষ্মেই একজন স্ট্রাইকার সই করানোর জন্য, যিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাকআপ হিসেবে খেলতে পারেন। কোচের পরিকল্পনা, যখন পর্তুগিজ সুপারস্টারকে বিশ্রাম দেওয়া হবে, তখন এই নতুন ফরোয়ার্ড যেন দায়িত্ব নিতে পারেন।
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দৈনিক আশারক আল-আওসাত-এর প্রতিবেদন অনুযায়ী, জেসাস আল-নাসের ম্যানেজমেন্টকে সাদিও মানেকে স্কোয়াডে রাখার পাশাপাশি আরও তিনজন নতুন খেলোয়াড় সই করানোর কথা বলেছেন। বিশেষ করে আক্রমণভাগে শক্তি বাড়াতে তিনি নতুন একজন ফরোয়ার্ড চাইছেন, কারণ জন দুরান চলে যাওয়ায় ওই পজিশনে ঘাটতি দেখা দিয়েছে।
মাত্র কয়েক মাস আগে আল-হিলাল ছেড়ে আসা জেসাস এক বছরের চুক্তিতে আল-নাসরের দায়িত্ব নিয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রতিযোগিতায় ভালো পারফর্ম করার লক্ষ্যে তিনি স্কোয়াড গোছাতে চাইছেন। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের যেসব অ্যাওয়ে ম্যাচে লম্বা ভ্রমণ জড়িত, সেগুলোতে রোনাল্ডো খেলবেন না। বরং একটি চুক্তির আওতায় তিনি মরসুমের প্রায় ২৫% ম্যাচে বিশ্রাম নেবেন।
ফলে মোহনবাগান এবং আল নাসের একই গ্রুপে থাকলেও রোনাল্ডোকে কলকাতায় খেলতে দেখা যাবেনা! যদিও পরবর্তীকালে যদি সিদ্ধান্ত বদল হয় তখন রোনাল্ডোকে সামনে থেকে দেখার সুযোগ পেলেও পেতে পারেন বাংলার ফুটবল প্রিয় মানুষরা।
জেসাস আগেই স্বীকার করেছিলেন, রোনালদোর আমন্ত্রণেই তিনি আল-নাসরে যোগ দিয়েছেন। পর্তুগিজ দৈনিক ‘রেকর্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন:"ওর (রোনাল্ডো) আমন্ত্রণ ছাড়া আমি হয়তো এখানে আসতাম না। এই দলে যোগ দেওয়ার জন্য বড় মোটিভেশন ছিল। আমি চেষ্টা করব, আল-নাসের, যারা সৌদি আরবের অন্যতম সেরা ক্লাব, তাদের দিয়ে শিরোপা জিততে। রোনাল্ডো সবসময়ই যেখানে খেলেছে, জিতেছে। সৌদি আরবে সে এখনো শিরোপা জেতেনি। এবার আমি চেষ্টা করব তাকে সেটা এনে দিতে।"
এছাড়া, চলতি সপ্তাহে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল-নাসের ফ্ল্যামেঙ্গোর লেফট-ব্যাক আইরটন লুকাস ও ফ্লুমিনেন্সের উইঙ্গার জন আরিয়াসকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে হওয়া ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ-এ এই দুই ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্স দেখে আল-নাসর কর্মকর্তারা বেশ মুগ্ধ হয়েছেন।