আমি জানি না উনি সর্বকালের সেরা কিনা - রোনাল্ডোকে নিয়ে বড় বার্তা প্রাক্তন আল নাসের কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি আল নাসের ছেড়ে ফিওরেন্টিনার দায়িত্ব নিয়েছেন ইতালীয় কোচ স্টেফানো পিওলি। আর নতুন দায়িত্বে এসে পুরোনো ক্লাবের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বড় উক্তি দিয়ে গেলেন পিওলি।
এক সাক্ষাৎকারে পিওলি বলেছেন, "রোনাল্ডোকে কোচিং করানো আমার কাছে গর্বের। আমি জানি না উনি সর্বকালের সেরা কিনা, কিন্তু উনি একজন চ্যাম্পিয়ন, একজন কিংবদন্তি। উনি খেলা এবং গোল করার জন্য মুখিয়ে থাকেন। ওনার পুরো দিনটাই এই খেলার জন্য সমর্পিত থাকে।"
গত মরশুমে আল নাসেরের দায়িত্ব নিলেও রিয়াধের ক্লাবকে কোনও ট্রফি জেতাতে পারেননি পিওলি। সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ও আল হিলালের পিছনে শেষ করেছিল আল নাসের। সৌদি সুপার কাপ ফাইনালে আল হিলালের কাছে হেরেছিল। এর জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এবার খেলতে হবে রোনাল্ডোকে। এছাড়া গত মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমি ফাইনালে কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরেছিল আল নাসের।