এশিয়া কাপ খেলার জন্য বিসিসিআইকে চাপ দিচ্ছে সম্প্রচারকারক ও স্পনসররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি এশিয়া কাপ হবে? আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলা এশিয়া কাপে অনিশ্চয়তা তৈরি হয়েছে সদ্য পহেলগাঁও জঙ্গি আক্রমণের পর থেকে, যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে এবারের এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। বলা বাহুল্য, এবারের এশিয়া কাপের আয়োজক ভারত।
এবার রিপোর্ট অনুযায়ী, সম্প্রচারকারক সংস্থা ও স্পনসরদের তরফ থেকে প্রবল চাপ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর, যাতে আসন্ন এশিয়া কাপে তারা অংশগ্রহণ করে। এমনকি, সম্প্রচারকারকরা চাইছেন যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচও খেলে, যেহেতু এই ম্যাচেই সব থেকে বেশি অর্থ আসবে সম্প্রচারকারকদের জন্য।
আগামী ২৪ জুলাই ঢাকাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এশিয়া কাপ ২০২৫ এর ভবিষ্যৎ নির্ধারিত করা হবে। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এই বৈঠক ঢাকা থেকে সরিয়ে অন্যত্র করার আবেদন জানিয়েছে। সম্প্রতি বিসিসিআই আসন্ন বাংলাদেশ সফরে স্থগিতাদেশ জানিয়েছে, যেহেতু ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশে যাওয়ার অনুমতি পায়নি বোর্ড।