টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বড় ধাক্কা, রাসেল বললেন বিদায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচই তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ হবে। জামাইকায় সাবিনা পার্কে আয়োজিত এই দুই ম্যাচই রাসেলের বিদায়ী মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে রাসেলের অবসরের ঘোষণা করে।
রাসেল এক বিবৃতিতে বলেন,"কীভাবে বোঝাবো, দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার অর্থ আমার কাছে কতটা গভীর। এটা আমার জীবনের সবচেয়ে গর্বের অর্জনগুলোর একটি। ছোটবেলায় কখনও ভাবিনি এই পর্যায়ে পৌঁছাবো, কিন্তু যত খেলতে শুরু করলাম, খেলাটাকে ভালোবাসলাম, তত বুঝলাম কী কী অর্জন সম্ভব। এতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম আরও ভালো করতে, যাতে মেরুন রঙের জার্সিতে একটা ছাপ রাখতে পারি এবং ক্যারিবিয়ান থেকে উঠে আসা ভবিষ্যতের ক্রিকেটারদের অনুপ্রেরণা হতে পারি।"
তিনি আরও বলেন,"আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে ভালোবাসি, বিশেষ করে নিজের দেশে পরিবার-বন্ধুবান্ধবের সামনে খেলতে, যেখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ মেলে। আমি চাই আন্তর্জাতিক ক্যারিয়ারটা ভালোভাবে শেষ করতে, যাতে আগামী প্রজন্মের জন্য একটা রোল মডেল হতে পারি।"
২০১৯ সালের পর থেকে রাসেল শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন। কেরিয়ারে তিনি ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, করেছেন ১০৭৮ রান, গড় ২২.০০, স্ট্রাইক রেট ১৬৩.০৮। তার তিনটি অর্ধশতক রয়েছে, সর্বোচ্চ স্কোর ৭১। বোলিংয়ে ৬১ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার ৩/১৯।
এই অবসর এমন সময় এলো, যখন আর মাত্র সাত মাস পর ভারতে ও শ্রীলঙ্কায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাসেল হলেন ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সময়ের দ্বিতীয় হাই-প্রোফাইল অবসরপ্রাপ্ত ক্রিকেটার, এর আগে ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিকোলাস পুরান।
রাসেল তার কেরিয়ারে মাত্র ১টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে খেলেছেন ৫৬টি ম্যাচ, করেছেন ১০৩৪ রান, গড় ২৭.২১, স্ট্রাইক রেট ১৩০-রও বেশি। চারটি অর্ধশতক রয়েছে, সর্বোচ্চ রান অপরাজিত ৯২। ওয়ানডেতে ৭০ উইকেট পেয়েছেন, সেরা বোলিং ৪/৩৫।
৩৭ বছর বয়সি রাসেল ২০১২ ও ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
বিশ্বব্যাপী বিভিন্ন টি-টোয়েন্টি লিগে রাসেল ছিলেন অন্যতম জনপ্রিয় তারকা। ৫৬১ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৯৩১৬ রান, গড় ২৬.৩৯, স্ট্রাইক রেট ১৬৮-এরও বেশি। তার ঝুলিতে আছে দুইটি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ১২১। বোলিংয়ে ৪৮৫ উইকেট, সেরা ৫/১৫।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাসেল। ৯ ম্যাচে ১২৬ রান, গড় ২৫.২০, সর্বোচ্চ ৬৫*, যা তার একমাত্র হাফ সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১০ উইকেট, গড় ৩২.৯০, সেরা ৩/৩০। তবে তার দল প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়, শেষ করে পয়েন্ট টেবিলের তলানিতে।
এইভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের পাতা বন্ধ করলেন আন্দ্রে রাসেল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দাপট এখনও অব্যাহত থাকবে।