পেনাল্টির নিয়মে আসতে পারে বড়সড় নিষেধাজ্ঞা, বিপদে পড়বেন ফরোয়ার্ডরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে ফুটবলের এই ঐতিহ্যশালী নিয়মে আসতে চলেছে বড়সড় বদল। একাধিক ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে যাতে পেনাল্টি মারার পর রিবাউন্ড থেকে গোল করার নিয়ম বাতিল করা হয়।
বর্তমানে নির্ধারিত সময়ে পেনাল্টি কিকে কারোর শট গোলকিপার সেভ দিলে বা বল পোস্টে লেগে যদি সেই বল সেই ফুটবলার বা তার দলের কারোর কাছে আসে, তাহলে সেখান থেকে গোল করতে পারতেন তিনি। এবার সেই নিয়মে বদল আনার চিন্তাভাবনা চলছে, যেখানে পেনাল্টি শুটআউটের মত একবারেই পেনাল্টি মারার নিয়ম লাগু করা হবে নির্ধারিত সময়েও।
এই নিয়ে আওয়াজ তুলেছেন কিংবদন্তি ইতালীয় রেফারি পিয়েরলুইজি কলিনা। এক সাক্ষাৎকারে কলিনা বলেছেন, "আমি বিশ্বাস করি বর্তমানে পেনাল্টিতে অ্যাটাকার ও গোলকিপারের সুবিধার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গড়ে ৭৫ শতাংশ পেনাল্টিতে গোল হয়। প্রায়ই, ফ্রিকিকের তুলনায় পেনাল্টিতে গোল করার সম্ভাবনা বেশি থাকে। তার উপরে, গোলকিপারের সেভ থেকে রিবাউন্ডে গোল করার সুযোগ থাকে অ্যাটাকারের। আমার মতে, গোলকিপারদের অভিযোগ জানানো উচিত। আমি এই বিষয়টি ইতিমধ্যেই আইএফএবি-কে জানিয়েছি।"
যদিও এই নিয়ম রাতারাতি বদলাবে না। সাধারণত, এই প্রস্তাবগুলি আগামী নভেম্বর মাসে আইএফএবি এর বার্ষিক ব্যবসায়িক বৈঠকে রাখা হবে এবং সেগুলিকে পরের বছর মার্চে বার্ষিক সাধারণ সভায় ভোট করা হবে। ঐতিহাসিকভাবে দেখা গিয়েছে, ফেডারেশন এই ধরণের নিয়ম পরিবর্তনে কড়া ভূমিকা পালন করেছে এবং গভীর পর্যালোচনার পর তারা সিদ্ধান্ত নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে খানিকটা শিথিল হয়েছে।