বেঙ্গালুরু পদপিষ্টকান্ডে RCB কে মুখ্য দোষী সাব্যস্ত করল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT) সিদ্ধান্তে এসেছে, গত ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী হিসেবে ধার্য করা হয়েছে।
আইপিএল জেতার পর আরসিবির তরফ থেকে সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছিল, যেখানে বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম অবধি বিজয় মিছিল হওয়ার কথা ছিল। সেই মত, স্টেডিয়ামের পার্শ্ববর্তী এমজি রোড ও কাবন রোডে প্রায় আড়াই লক্ষ সমর্থক জড়ো হয়েছিল। কিন্তু সেই ঘটনায় ১১ জন প্রাণ হারান।
CAT জানিয়েছে, "এর জেরে, প্রায় তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জনসমাগমের জন্য আরসিবিকে মূল দায়ী হিসেবে ধরা হচ্ছে। পুলিশের তরফ থেকে যথাযোগ্য অনুমতি নেয়নি আরসিবি। হঠাৎ করে, ওরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমন অনুষ্ঠানের ঘোষণা করে, যার ফলে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়।"
এদিকে ট্রাইবুনালের মতে, পুলিশের কাছে এই জনসমাগম নিয়ন্ত্রণ করার মত বোঝার মত সময় ছিল না। এই নিয়ে CAT জানিয়েছে, "যেহেতু ৪ জুন সময় কম ছিল, তাই এই জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। পুলিশকে উপযুক্ত সময় দেওয়া হয়নি। কোনও অনুমতি ছাড়াই আরসিবি এই ভিড় তৈরি করেছে। পুলিশও মানুষ। ওরা ঈশ্বর বা জাদুকর নয় বা ওদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই, যা ঘসলে ইচ্ছেপূরণ হয়।"