ভারতের মাটিতে ভারতকে না হারিয়ে অবসর নেবেন না এই তারকা অজি ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ানদের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, ভালো ফর্ম থাকতে থাকতেই তারা অবসর নিয়ে নেন। তবে ৩৭ বছর বয়সী অজি স্পিনার নাথান লিয়ঁ এই দুই লক্ষ্য পূরণ না করে অবসর নেবেন না।
অস্ট্রেলিয়ার সফলতম অফ স্পিনার, যিনি ১৩৮টি টেস্টে ৫৫৬টি উইকেট নিয়েছেন, তিনি চান ভারতের মাটিতে ভারতকে হারাতে এবং ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারাতে। এই নিয়ে এক সাক্ষাৎকারে লিয়ঁ বলেছেন, "আমি সব সময় বঅলে এসেছি আমি ভারতের বিরুদ্ধে তাদের ঘরে জিততে চাই। আমি ইংল্যান্ডের মাটিতে জিততে চাই।"
এরপর লিয়ঁ বলেছেন, "কয়েক বছরের মধ্যে আমাদের কাছে সেই সুযোগ রয়েছে, তবে আমাদের এক একটি টেস্ট ধরে এগোতে হবে এবং খেয়াল রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজে আমরা যেন সব কিছু ঠিকঠাক করি। তারপর ঘরের মাঠে অ্যাসেজ রয়েছে। কিন্তু আরও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আমার ভাগ্যে রয়েছে।"
ভারতের বিরুদ্ধে ঘরে ও বাইরে ৩২টি টেস্টে ১৩০টি উইকেট নিয়েছেন লিয়ঁ, কিন্তু কখনও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেননি তিনি। শেষবার ২০০৪-০৫ সালে ভারতকে তাদের ঘরে হারিয়েছিল অস্ট্রেলিয়া।