জাতীয় ক্রীড়া নীতি ২০২৫ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, লক্ষ্য— ভারতকে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে পরাশক্তি বানানো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের ক্রীড়াক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয় ক্রীড়া নীতি (NSP) ২০২৫–এর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পুরনো ২০০১ সালের নীতিকে বাতিল করে এই নতুন নীতি ভারতকে একটি বিশ্বমানের ক্রীড়া শক্তি হিসেবে গড়ে তুলতে একটি সুস্পষ্ট ও দুরদৃষ্টি সম্পন্ন রোডম্যাপ তৈরি করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০৩৬ অলিম্পিক গেমস।
এই নীতির ভিত্তি পাঁচটি মূল স্তম্ভের ওপর গড়ে উঠেছে, যা ভারতের ক্রীড়াক্ষেত্রে এক সর্বাঙ্গীন, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করবে।
* প্রতিভা চিহ্নিতকরণ ও বিকাশের জন্য শক্তিশালী কাঠামো
* গ্রাম ও শহরে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা
* কোচিং, ট্রেনিং ও খেলোয়াড়দের জন্য বিশ্বমানের সহায়তা ব্যবস্থা
* ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ
* জাতীয় ক্রীড়া সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধি
* ক্রীড়া পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে উৎসাহ
* ক্রীড়া সামগ্রী উৎপাদন ও ক্রীড়া স্টার্টআপের প্রসার
* PPP মডেল, CSR ও অন্যান্য বেসরকারি বিনিয়োগে উৎসাহ
* নারী, আদিবাসী, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা কর্মসূচি
* ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলার পুনরুজ্জীবন
* ক্রীড়াকে কর্মজীবন হিসেবে তুলে ধরা, স্বেচ্ছাসেবক ও দ্বৈত-কর্মজীবনের সুযোগ
* প্রবাসী ভারতীয়দের সম্পৃক্ত করা
* দেশব্যাপী ফিটনেস ক্যাম্পেইন ও স্থানীয় ইভেন্টের মাধ্যমে গণসম্পৃক্ততা
* স্কুল-কলেজ-অফিসে ফিটনেস ইনডেক্স চালু
* সকলের জন্য ক্রীড়া পরিকাঠামো সহজলভ্য করা
* স্কুল পাঠ্যক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা
* শিক্ষক ও শারীরশিক্ষা প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া
* আইনি কাঠামোসহ শক্তিশালী ক্রীড়া শাসন ব্যবস্থা গড়ে তোলা
* এআই ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহারে খেলোয়াড়দের পারফরম্যান্স ট্র্যাকিং
* ন্যাশনাল মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরি, যেখানে থাকবে নির্ধারিত লক্ষ্য ও সূচক (KPI)
* রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জন্য মডেল নীতি
* Whole-of-Government পদ্ধতির মাধ্যমে সমস্ত মন্ত্রক ও দফতরের সম্মিলিত প্রয়াস
এই ক্রীড়া নীতির মাধ্যমে ভারত কেবল আন্তর্জাতিক পর্যায়ে পদক জয় করতেই নয়, বরং এক স্বাস্থ্যবান, সক্রিয় ও সচেতন নাগরিক গড়ার দিকেও বড়সড় পদক্ষেপ নিল।