পন্থে মজেছেন স্টোকস, তবে বুমরাহকে নিয়ে চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় নামবে ইংল্যান্ড। হেডিংলিতে কঠিন ম্যাচ জেতার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ঘাড় থেকে যেন অনেকটাই চাপ কমেছে। তবে ভারতকে হেলাফেলা করছেন না, বিশেষ করে ঋষভ পন্থকে।
এজবাস্টন টেস্টের আগে সাংবাদিক বৈঠকে স্টোকস পন্থের প্রশংসা করে বলেছেন, "যদিও উনি আমার প্রতিপক্ষে রয়েছে, ওনাকে খেলতে দেখতে ভালো লাগে। যখন ওনার মত একজন প্রতিভাকে মুক্ত হয়ে খেলার সুযোগ দেওয়া হয়, তখন কী হয় সেটা দেখতেই পেয়েছেন। ভয়ঙ্কর খেলোয়াড়। আমার ওনাকে দেখতে দারুণ লাগে।"
এদিকে জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্ট খেলবেন কিনা, সে নিয়ে বেশি চিন্তা করছেন না স্টোকস। তিনি বলেছেন, "এটা ভারতের সমস্যা। আমি ইংল্যান্ডের অধিনায়ক। ভারত চিন্তা করুক ওদের কী করা উচিত আর প্রকাশ্যে কী বলা উচিত।"
এদিকে তারকা পেসার জোফ্রা আর্চার চোট সারিয়ে ফিরলেও, দ্বিতীয় টেস্ট তিনি খেলবেন না। এই নিয়ে স্টোকস বলেছেন, "দীর্ঘদিন পর আর্চার আমাদের দলে ফিরেছেন, ওনার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই সপ্তাহে দলের সাথে যোগ দেওয়ার। উনি এই সিরিজে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের থেকে আর্চারকে বেশি চিনি। উনি ইংল্যান্ডের হয়ে টেস্টে ফিরতে চান এবং খেলতে চান, এটাই আমি জানি।"