বাংলাদেশে কি খেলতে যাবেন সূর্য-বুমরাহরা? চিন্তিত বিসিবি দিল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সূচি অনুযায়ী, আগামী আগস্ট মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা ভারতীয় দলের। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে ভাঙন আসায় এই সফর আদৌ সম্ভব কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।
এই পরিস্থিতিতে এবার এই সফর নিয়ে বড় আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। সোমবার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে বোর্ডের বিশেষ বৈঠকের পর আমিনুল জানান, ভারত সরকারের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই নিয়ে আমিনুল ইসলাম বলেছেন, "আমি ইতিমধ্যেই বিসিসিআইয়ের সাথে কথা বলেছি। আলোচনা ইতিবাচক হয়েছে। আমরা আশাবাদী। আগামী মাসে খেলাগুলি রয়েছে, তবে ওরা সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।"
তবে যদি কোনও কারণে এই সফরটি না হয়, তাহলে পরবর্তী কোনও উইন্ডোতে খেলাগুলি হবে, এই বিষয়ে বিসিবিকে আশ্বস্ত করেছে বিসিসিআই। এই নিয়ে আমিনুল বলেছেন, "কথাবার্তা এখনও চলছে। তবে যদি কোনও কারণে ওরা আগস্টে না আসতে পারে, তাহলে ওরা পরের উইন্ডোতে আসবে। আমরা এই সূচি নিয়ে যথেষ্ট আশাবাদী। এটুকু বলতে পারি, বিসিসিআই এই বিষয়ে যথেষ্ট পেশাদার ভূমিকা নিয়েছে।"