ধোনির পরিবর্ত হিসেবে এই তারকা কিপার-ব্যাটারকে নিয়ে আসার চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২৬ ট্রেড উইন্ডোতে বড়সড় চমক আনতে চলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের তারকা উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা। ১৮ কোটি টাকা দিয়ে গত মরশুমে স্যামসনকে রিটেইন করেছিল রাজস্থান, অধিনায়কও করেছিল তাঁকে।
এই নিয়ে এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, "আমরা সঞ্জুর দিকে ঝুঁকে রয়েছি। উনি একজন ভারতীয় ব্যাটার, যিনি কিপিং করেন এবং ওপেনও করেন। তাই উনি যদি থাকেন, আমরা নিশ্চই আমাদের দলে ওনাকে আনার চেষ্টা করব। কিন্তু কার সাথে আমরা ট্রেড করব, সে নিয়ে চিন্তা করিনি কারণ বিষয়টা এতদুরও গড়ায়নি। তবে হ্যাঁ, আমরা আগ্রহী।"
যা খবর, স্যামসনকে আনার জন্য রাজস্থান ম্যানেজমেন্টের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে চেন্নাই। এমনকি এও শোনা যাচ্ছে, বর্তমানে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সাথে স্যামসনের অদলবদল করার চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট। যদিও চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বারবার জানিয়েছেন, ভবিষ্যতের জন্য রুতুরাজকেই তারা অধিনায়ক হিসেবে চান।
ট্রেড মার্কেটে সেভাবে সক্রিয় নয় চেন্নাই সুপার কিংস। কেবল ২০২১ সালে রাজস্থান রয়্যালস থেকে অল-ক্যাশ চুক্তিতে রবিন উথাপ্পাকে সই করিয়েছিল চেন্নাই।