মাত্র ৩৯ চালে বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে পরাস্ত করলেন ভারতের প্রজ্ঞানন্ধা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দাপটে হারালেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধা। লাস ভেগাসে ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের চতুর্থ রাউন্ডের গ্রুপ ম্যাচে কার্লসেনকে মাত্র ৩৯ চালে হারান প্রজ্ঞানন্ধা।
এই জয়ের ফলে দাবার তিন ফর্ম্যাটেই কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্ধা। এর আগে ক্লাসিকাল ও র্যাপিড ফর্ম্যাটে হারিয়েছেন, এবার ব্লিটজেও হারালেন কার্লসেন। এর আগে প্যারিস ও কার্লসরুহেতে ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন, কিন্তু লাস ভেগাস ইভেন্টে প্রজ্ঞানন্ধার কাছে হেরে খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছেন কার্লসেন।
এদিকে এই জয়ের ফলে ফাইনাল পর্বে উঠলেন প্রজ্ঞানন্ধা। নোদিরবেক আব্দুসাত্তোরভ, জাভোখির সিন্দারোভ ও লেভন আরোনিয়ানের সাথে ফাইনাল রাউন্ডে উঠেছেন প্রজ্ঞানন্ধা। অন্য গ্রুপ থেকে হিকারু নাকামুরা, হান্স নিয়েম্যান, ফাবিয়ানো কারুয়ানার সাথে যোগ্যতা অর্জন করেছেন ভারতের আর এক গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি। এই প্রতিযোগিতায় জিতলে দুই লক্ষ মার্কিন ডলার জিতবে।