ভারতের সাহায্য নিয়ে টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার প্রস্তুতি নেপালের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য এবার ভারতের শরণাপন্ন হল নেপাল ক্রিকেট বোর্ড। আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য অনুশীলন করবে নেপালের পুরুষ ক্রিকেট দল।
চলতি বছরের অক্টোবর মাসে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি২০ বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি আয়োজন করবে। আর সেখানে নেপাল যোগ্যতা অর্জন করতে মরিয়া।
যদিও এই প্রথমবার ভারতের সাহায্য নেয়নি নেপাল। গত বছর আগস্টেও সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করেছিল নেপাল। গত বছর টি২০ বিশ্বকাপের আগে বরোদা ও গুজরাটের সাথে ত্রিপাক্ষিক টি২০ প্রতিযোগিতাও খেলেছিল নেপাল। গত বছর জানুয়ারিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের আধিকারিক ও নেপালের পুরুষ ক্রিকেট দলের সাথে আলোচনা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।