জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তামিলনাড়ুর বিরদ্ধে দুরন্ত জয় বাংলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি জুনিয়র বয়েজ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্থাৎ বিসি রায় ট্রফিতে দুর্দান্ত শুরু করল বাংলা। প্রথম ম্যাচে তামিলনাড়ুকে ২-১ গোলে হারাল তারা।
অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই ম্যাচে দাপুটে ফুটবল খেলে বাংলা। ৩২ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেয় রাজদীপ পাল। এরপর দীর্ঘ লড়াই করার পর ৮০ মিনিটে তামিলনাড়ুর হয়ে গোল শোধ করে এ সুরেশ।
কিন্তু ৮৬ মিনিটে গোল করে বাংলাকে জেতায় পরিবর্ত হিসেবে নামা রিন্টু মালিক। এই জয় নিঃসন্দেহে ফাল্গুনী দত্তের ছেলেদের বাড়তি তাগিদ দেবে, তা বলাই যায়।
বিসি রায় ট্রফির প্রথম ম্যাচে তামিলনাড়ুকে ২-১ গোলে হারাল বাংলা। গোল করেন রাজদীপ পাল ও রিন্টু মালিক।#Bengal #TamilNadu #BCRoyTrophy #Football #XtraTimeBangla pic.twitter.com/RnHOHPeKrP
— XtratimeBangla (@XtratimeB) July 21, 2025