দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তায় মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৪৪ বছর বয়স, তার উপর হাঁটুর অস্ত্রোপচার, তা সত্ত্বেও আইপিএলের মত প্রতিযোগিতামূলক মঞ্চে ব্যাট ও গ্লাভস হাতে খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এমন পরিস্থিতিতে কীভাবে নিজের ফিটনেস ধরে রাখেন? এই নিয়ে এবার উত্তর দিলেন ধোনি, তার সাথে তরুণ খেলোয়াড়দের ঘনঘন চোট পাওয়া নিয়েও চিন্তা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এই নিয়ে রাঁচিতে এক অনুষ্ঠানে এসে ধোনি বলেছেন, "এখন বয়সের কারণে শারীরিক ক্ষমতা কমছে। একজনের যতটা শারীরিক পরিশ্রম করার দরকার সেটা হচ্ছে না। ফলে তরুণ প্রজন্মের ফিটনেস কমছে। আমার মেয়ে সারা দিন কোনও শারীরিক কাজ করে না। আমি চিন্তায় থাকি ওকে কীভাবে আরও সক্রিয় রাখব। এখন অনেক মানুষ খেলাধূলা করে না।"
যদিও ফিটনেসের কারণ হিসেবে ধোনির শারীরিক কসরত ও তার জীবনধারা অবশ্যই উদাহরণ হিসেবে থাকবে। অবসর সময়ে নিজের ফার্মহাউসের জমিতে চাষ করেন, নিজের গাড়ি নিজেই সারাই করেন। এখনও দৌড়ে তরুণ ক্রিকেটারদের হারিয়ে দেন ধোনি।