ব্যাটম্যানের গাড়ি কিনলেন নেইমার, সস্তায় পেলেন জনপ্রিয় 'ব্যাটমোবিল'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল মাঠে বর্তমান সময়ে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেলেও, সামাজিক জীবনে রাজার মতো বাঁচেন নেইমার। এবার বহু মানুষের যা স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিনে নিলেন ব্যাটম্যানের গাড়ি ব্যাটমোবিল।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার রিপোর্ট অনুযায়ী, ক্রিস্টোফার নোলানের 'ডার্ক নাইট' ট্রিলজিতে ব্যাটম্যানের যে গাড়ি দেখানো হয়েছিল, সেই ব্যাটমোবিলের ১০টি বিশেষ সংস্করণ তৈরি করেছিল সিনেমার প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। তারই একটি কিনেছেন নেইমার।
ব্যাটম্যান চরিত্রের ৮৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই গাড়িগুলি তৈরি করেছিল ওয়ার্নার ব্রাদার্স। রিপোর্ট অনুযায়ী, লিমিটেড এডিশন গাড়িটির আসল দাম ছিল প্রায় ৩০ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা। কিন্তু নেইমার সেটি কিনেছেন তার অর্ধেকে, প্রায় ১৩ কোটি টাকায়।
ব্যাটম্যানের প্রতি নেইমারের ভালোবাসা নতুন কিছু নয়। পিঠে ব্যাটম্যানের লোগো ট্যাটু করা থেকে শুরু করে ২০২২ সালে দ্য ব্যাটম্যান সিনেমার প্রিমিয়ারেও গিয়েছেন তিনি। তবে এই শখের ব্যাটমোবিল তিনি রাস্তায় চালাতে পারবেন না, যেহেতু এই গাড়ি চালানো ইউরোপ ও ব্রাজিলে নিষিদ্ধ।
ব্যাটমোবিল টাম্বলার গাড়িগুলো লম্বায় ৪.৬৫ মিটার আর চওড়ায় ২.৮ মিটার! স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি মোড়ানো কার্বন ফাইবার আর কেভলার দিয়ে। ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন, যাতে আছে ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। ব্যাটমোবিল টাম্বলারকে যা সত্যিই অন্য সবার থেকে আলাদা করে তুলেছে, তা হল এর অদ্ভুতুড়ে সব ফিচার। সিনেমায় ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘স্মোক বোম্ব’ ছুঁড়তে পারে, সঙ্গে আছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন, একটি অকার্যকর মেশিনগান, নিজের মতো নড়াচড়া করতে পারা স্পয়লার এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুই আসনের বসার জায়গা!