ইংলিশ প্রিমিয়ার লিগের এই জনপ্রিয় ক্লাবের টিডি হিসেবে জুড়লেন এই ভারতীয় বংশোদ্ভূত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে ভারতের স্থান তলানিতে থাকলেও বিশ্বজুড়ে ভারতীয় বংশোদ্ভূতরা নিজেদের জায়গা ঠিকই গড়ে নিচ্ছে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে জুড়লেন ভারতীয় বংশোদ্ভূত সুদর্শন গোপালদেসিকান।
সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে নিউক্যাসল। মূলত ক্লাবের পুরুষ, মহিলা ও অ্যাকাডেমি দলের ক্রীড়া বিভাগের তথ্যগত অনুশীলনগুলিতে নজর দেবেন সুদর্শন। আর এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত হয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
We have appointed Sudarshan Gopaladesikan as our new Technical Director ????
— Newcastle United (@NUFC) July 21, 2025
Sudarshan joins after leaving Atalanta, where he was Director of Football Intelligence, and will lead football data operations for our men’s, women’s and Academy teams.
Welcome to Newcastle United, Suds!
তবে এই প্রথম কোনও বড় ক্লাবের দায়িত্বে আসেননি সুদর্শন। এর আগে ইতালির আটালান্টা বিসি-র ডিরেক্টর অফ ফুটবল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করেছেন। সুদর্শন যত দিন দায়িত্বে ছিলেন, আটালান্টা টানা তিন মরশুম সিরি আ-তে প্রথম পাঁচে শেষ করেছে, উয়েফা ইউরোপা লিগ জিতেছে এবং কোপা ইটালিয়ার ফাইনালে উঠেছে। এর আগে ৫ বছর পর্তুগালের এসএল বেনফিকায় স্পোর্টস ডেটা সায়েন্সের প্রধান হিসেবে কাজ করেছেন।