আইসিসির উদ্যোগে পরের বছর ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি২০

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি আইসিসির বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল চ্যাম্পিয়ন্স লিগ টি২০ এর প্রত্যাবর্তন। যেভাবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের প্রসারবৃদ্ধি হয়েছে, তাতে আবারও এই প্রতিযোগিতাকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে আইসিসি।
একাধিক রিপোর্ট অনুযায়ী, আইসিসি সক্রিয়ভাবে এই প্রতিযোগিতাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছে। বার্ষিক সাধারণ সভায় এই প্রতিযোগিতাকে ফিরিয়ে আনার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সদস্য দেশ সম্মতিও জানিয়েছে। এর আগে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ টি২০-কে ফিরিয়ে আনার বিষয়ে আওয়াজ তুলেছিল।
শেষবার ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ আয়োজিত হয়েছিল, যেখানে বেঙ্গালুরুতে হওয়া ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। শেষ সংস্করণে ভারত থেকে তিনটি দল এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুটি করে দল অংশ নিয়েছিল।