আফ্রিদির সঙ্গে অজয় দেবগনের বিতর্কিত ছবি, ভাইরাল ছবির আসল সত্যিটা জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বার্মিংহ্যামে চলমান লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WCL) নিয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে লিগ পর্যায়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও, হরভজন সিং, ইউসুফ পাঠান, শিখর ধাওয়ান-সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন। এর জেরে ম্যাচটি বাতিল হয়।
আয়োজকরা এক বিবৃতিতে এক্স (টুইটার)-এ জানায়, ম্যাচটি আয়োজনের উদ্দেশ্য ছিল দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য "সুখের স্মৃতি" ফিরিয়ে আনা, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা ও ডাব্লিউসিএল-এর সহ-মালিক অজয় দেবগনের পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ভক্ত অজয়কে কটাক্ষ করে বলছেন, যিনি দেশের সেনাবাহিনীকে নিয়ে একাধিকবার কটূক্তি করেছেন, তার সঙ্গে কিভাবে ছবি তুললেন অজয়।
ভাইরাল হওয়া ছবিটি আসলে চলতি ২০২৫ নয়, বরং ২০২৪ সালের ডাব্লিউসিএল আসরের সময়ের। সেই বছরের টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ছিল এজবাস্টনে, যেখানে ভারত চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত জয়ী হয়েছিল। ফাইনাল দেখতে গিয়েছিলেন অজয় দেবগন, সেখানেই আফ্রিদির সঙ্গে ছবিটি তোলা হয়। এই ছবি ভুলভাবে সামাজিক মাধ্যমে বর্তমান প্রসঙ্গে ছড়িয়ে পড়েছে।
চলতি মরসুমের প্রসঙ্গে বলতে গেলে, ভারত-পাকিস্তান লিগ ম্যাচ বাতিল হলেও, দু'দলই সেমিফাইনালে উঠলে আবার মুখোমুখি হতে পারে। ফলে আয়োজকদের এই সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি, ফাইনালেও দুই দলের লড়াই দেখা যেতে পারে, যদি উভয় দল সেমিফাইনালে জয়লাভ করে।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খান জানিয়েছেন, "বাকি সব ম্যাচ যথারীতি চলছে, সূচিতে কোনো পরিবর্তন নেই। সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে আমরা আপাতত বলছি, চারটি দল সেমিফাইনালে উঠবে, সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তবে প্রয়োজনে ডাব্লিউসিএল পদক্ষেপ নেবে।"
সুতরাং, অজয় দেবগনের ভাইরাল হওয়া ছবি পুরনো এবং এর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনও যোগ নেই। তবুও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় অব্যাহত।