ভারত বনাম ইংল্যান্ড: সিরিজ থেকে ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি, ম্যানচেস্টার টেস্টে খেলতে পারবেন না আহত অর্শদীপ সিং - নিশ্চিত করল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত-ইংল্যান্ডের মধ্যে চলমান অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। অন্যদিকে, চোটের কারণে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট খেলতে পারবেন না পেসার অর্শদীপ সিং। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে বিসিসিআই।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ হাঁটুর চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। তিনি দেশে ফিরে আসবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে জিম সেশনের সময় নীতীশ তার হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। এরপর ফিজিওদের সঙ্গে কথা বলে স্ক্যান করানো হয়। স্ক্যানে দেখা যায়, লিগামেন্টে ক্ষতি হয়েছে, যার ফলে ২৩ জুলাই শুরু হতে চলা ভারতের গুরুত্বপূর্ণ টেস্টে খেলা হচ্ছে না তার। একইসঙ্গে তার পুরো সফরই অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে, ম্যানচেস্টার টেস্টে খেলতে পারবেন না অর্শদীপ সিং। বেকেনহ্যামে নেট সেশনের সময় বল করার সময় তার বাঁহাতে বিশেষ করে আঙুলে চোট লাগে। বিসিসিআই মেডিক্যাল টিম অর্শদীপের পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে।
এই সফরে একের পর এক ক্রিকেটারের চোট ভারতের সিরিজ সমতায় ফেরার স্বপ্নে বড় ধাক্কা। আগেই গ্রোইন ইনজুরির কারণে বার্মিংহ্যামের নায়ক আকাশ দীপও চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন।
অর্শদীপের জায়গায় দলে যুক্ত করা হয়েছে অংশুল কম্বোজকে। বিসিসিআই নিশ্চিত করেছে যে অংশুল ইতিমধ্যেই ম্যানচেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
লর্ডসের তৃতীয় টেস্টে ২২ রানে জয়ের পর ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্ট হেডিংলিতে পাঁচ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এরপর এজবাস্টনে শুভমান গিলের অনবদ্য লড়াইয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। ম্যানচেস্টার টেস্টের পর সিরিজের শেষ ম্যাচটি হবে লন্ডনের ওভালে।
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কম্বোজ।