রোনাল্ডোকে ধরে রাখার সব চেষ্টা চলছে, দাবি আল নাসের প্রধানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি পোস্টকে ঘিরে জল্পনা বাড়ে, আগামী মরশুমে তিনি হয়ত আল নাসের ছাড়তে পারেন। রোনাল্ডো লিখেছিলেন, "এই অধ্যায় শেষ। কাহিনী? এখনও লেখা চলছে।" এর ফলে ফুটবল বিশ্বে আলোচনা চলছে, কোথায় যেতে পারেন রোনাল্ডো?
তবে ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকাকে ধরে রাখার বিষয়ে কাজ করছে আল নাসের, সে বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসেরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্ডো হিয়েরো। একটি সাংবাদিক বৈঠকে হিয়েরো বলেছেন, "আগামী ৩০ জুন অবধি রোনাল্ডোর চুক্তি রয়েছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি যাতে উনি আমাদের হয়ে খেলে যেতে পারেন, এছাড়াও আরও অনেক ক্লাব আগ্রহী ওনাকে সই করানোর জন্য।"
যদিও আল নাসের ফিফা ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, তবুও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো গত সপ্তাহে বলেছেন যে বিশ্বকাপে রোনাল্ডোকে খেলা নিয়ে আলোচনা চলছে। এই বিশ্বকাপের জন্য ফিফা একটি বিশেষ ট্রান্সফার উইন্ডোর আয়োজন করেছে, যেখানে যোগ্যতা অর্জন করা ক্লাবগুলি খেলোয়াড় সই করাতে পারবে।