এত তাড়াতাড়ি কেন অবসর নিলেন? ভক্তের প্রশ্নে বড় জবাব দিলেন অভিনব বিন্দ্রা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজকে যেভাবে অলিম্পিক ক্রীড়ার প্রতি আগ্রহ বেড়েছে ভারতের, তার অন্যতম কারণ ছিলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব, আর তারপর থেকেই ভারতীয় ক্রীড়াজগতে এক বিপ্লব শুরু হল।
কিন্তু যে প্রশ্নটি প্রত্যেকের মাথায় ঘোরে, এত তাড়াতাড়ি কেন অবসর নিয়েছিলেন অভিনব? ২০১৬ সালে রিও অলিম্পিক্সের পর মাত্র ৩৪ বছর বয়সে অবসর নেন বিন্দ্রা। বলা বাহুল্য, সেই অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন তিনি। যার ফলে অনেকেই মনে করেন, আরও দীর্ঘায়িত করতে পারতেন নিজের খেলার কেরিয়ারকে।
এবার এই নিয়ে বিন্দ্রার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন এক ভক্ত। টুইটারে ২০০৮ সালে বিন্দ্রার অলিম্পিকে সোনা জেতার ঐতিহাসিক ভিডিওতে এক নেটিজেন লিখেছেন, "কেন এত তাড়াতাড়ি অবসর নিলেন, এই নিয়ে উনি নিশ্চয়ই ওনার ভক্তদের উত্তর দেবেন।"
এর জবাবে তিনটি কারণ পেশ করেছেন অভিনব। তিনি লিখেছেন, "প্রথমত, আমার স্কিলসে ঘাটতি ঘটছে বুঝতে পেরেছিলাম। দ্বিতীয়ত, পরপর দুটি গেমসে ব্যর্থ হয়েছিলাম। আর তৃতীয়ত, সেটি সঠিক সময় ছিল আমার জায়গাটা তরুণ অ্যাথলিট ও প্রতিভাদের জন্য ছেড়ে দেওয়ার।"
তবে অবসরের পরেও ভারতীয় অ্যাথলিটদের নিয়ে কাজ করছেন বিন্দ্রা। অলিম্পিক ক্রীড়ার জন্য অনুপ্রেরক হিসেবে কাজ করছেন তিনি। নিজের একটি সংস্থা তৈরি করেছেন, যেখানে অ্যাথলিটরা শারীরিক সক্ষমতার চুড়ান্ত পর্যায় লাভ করতে পারেন।