প্রখ্যাত গায়ক KK এর প্রয়াণে শোকস্তব্ধ যুবরাজ-সেহওয়াগরা! জানালেন শ্রদ্ধাঞ্জলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি KK নামে সর্বজনবিদিত, মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের সোশ্যালে পারফর্ম করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি, যার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।
আর এই খবরে গোটা ভারতবর্ষের সঙ্গীতপ্রেমী মানুষ শোকে বিহ্বল। নিজেদের আটকে রাখতে পারেননি ক্রীড়াবিদ, বিশেষজ্ঞ ও ফ্র্যাঞ্চাইজিগুলি। বীরেন্দ্র সেহওয়াগ থেকে শুরু করে যুবরাজ সিং, ভিভিএস লক্ষ্মণরা শোকজ্ঞাপন করেন এই অসাধারণ গায়কের।
বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে লিখেছেন, "কলকাতায় পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে KK এর এই প্রয়াণ মানতে খুব কষ্ট হচ্ছে। আরও একবার মনে করিয়ে দেয় যে জীবন কতটা ঠুনকো। ওনার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল, ওম শান্তি।"
এদিকে ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, "এক অসাধারণ গায়কের এমন অকালমৃত্যুতে দুঃখিত। উনি ওনার গানের মাধ্যমে বেঁচে থাকবেন। আমার আন্তরিক সমবেদনা রইল ওনার পরিবার ও বন্ধুদের জন্য। ওম শান্তি।"
যুবরাজ সিং লিখেছেন, "জীবন খুবই অনিশ্চিত ও ঠুনকো। KK এর এই মৃত্যু খুবই খারাপ খবর। ঈশ্বর যেন ওনার পরিবারকে এই খারাপ সময়ের সাথে লড়ার জন্য সমস্ত শক্তি দিক। ওম শান্তি।"
এছাড়া ক্রীড়া জগতের আরও অনেকে শোকজ্ঞাপন করেছেন KK এর এই প্রয়াণে। দেখে নেওয়া যাক -