কমনওয়েলথে সোনাজয়ী মীরাবাই চানুকে যোগ্য মনে করলেন God of Thunder 'Thor'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম বড় নাম হয়ে উঠেছেন সাইখোম মীরাবাই চানু। গত বছর টোকিও অলিম্পিকে রুপো জেতার পর, চলতি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন এই ভারোত্তলক। আর তার এই পারফর্মেন্সে মুগ্ধ গোটা ভারতীয় ক্রীড়ামহল।
এবার মীরাবাইকে যোগ্য হিসেবে মনে করেছেন Marvel এর God of Thunder 'Thor'। আসলে থরের চরিত্রে অভিনয় করা প্রখ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ প্রশংসা করেছেন মীরাবাইয়ের।
এক নেটিজেন মীরাবাইয়ের কমনওয়েলথের সাফল্যের পোস্ট রিটুইট করে ক্রিস হেমসওয়ার্থকে ট্যাগ করে জানান, "এবার সময় এসেছে থরকে নিজের হাতুড়ি ছেড়ে দেওয়ার।" আর তার জবাবে ক্রিস হেমসওয়ার্থ লিখেছেন, "উনিই যোগ্য! শুভেচ্ছা সাইখোম, তুমি একজন লেজেন্ড।"
বলা বাহুল্য, ক্রিস হেমসওয়ার্থের এই বক্তব্যটি আসছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে নিজের থর চরিত্র থেকে। মার্ভেলের কাহিনীতে থরের হাতুড়ির নাম ছিল মিয়োলনির। এবং ঐ হাতুড়ি কেবল সেই তুলতে পারত যাকে যোগ্য হিসেবে মনে করা হত।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে, মীরাবাই মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন। স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি তুলে খেতাব অর্জন করেন মীরাবাই।