কমনওয়েলথে পদকের খাতা খুলল ভারত, রুপো জিতলেন সংকেত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। ২১ বছরের সংকেত সারগার পুরুষদের ৫৫ কেজি ভারোত্তলন বিভাগে রুপো জিতলেন।
কিন্তু সোনা জিততেই পারতেন সংকেত, শুধুমাত্র কাঁধের চোটের জেরে পারলেন না। দ্বিতীয় ক্লিন অ্যান্ড জার্ক প্রয়াসে ১৩৯ কেজি ওজন তুলতে গিয়ে চোট পান সংকেত, নইলে সোনা জিতে নিতেন তিনি।
স্ন্যাচে সংকেত ১১৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি তুলেছেন।
এদিকে সোনা পেয়েছেন মালয়েশিয়ার আনিক মহম্মদ, যিনি ক্লিন অ্যান্ড জার্কে কমনওয়েলথ রেকর্ড হিসেবে ১৪২ কেজি তুলেছেন, এবং স্ন্যাচে ১০৭ কেজি। ব্রোঞ্জ পদক জিতেছেন শ্রীলঙ্কার ডিলাঙ্গা ইগোদে।