লাল সুরকির নায়ক তিনিই! জকোভিচকে হারিয়ে আবারও প্রমাণ করলেন রাফা নাদাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের একচ্ছত্র নায়ক তিনিই, সেটি বারবার প্রমাণ করে এসেছেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে জকোভিচকে হারিয়ে আবারও নিজের আসন ফিরিয়ে আনার লক্ষ্যে অবিচল নাদাল।
মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের মেগা কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৪) ফলে হারিয়ে ফাইনালে ওঠেন নাদাল। আর এর জেরে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জেতা থেকে দুই ধাপ দূরে রয়েছেন নাদাল, পাশাপাশি ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে রয়েছেন তিনি।
দুই মহারথীই নিজের সর্বস্ব দিয়েছিলেন। প্রথম সেটে নাদাল জেতার পর দ্বিতীয় সেটেও ৩-০ ফলে এগিয়ে ছিলেন। কিন্তু জকোভিচ অনবদ্য কামব্যাক করে দ্বিতীয় সেট জিতে নেন। এরপর তৃতীয় সেটে আবারও দাপট দেখান নাদাল।
চতুর্থ সেটে ফিরে আসার লড়াই শুরু করেন জকোভিচ, এগিয়ে ছিলেন ৩-০ তে, কিন্তু নাদাল দুর্দান্ত কামব্যাক করেন, আর খেলাটিকে টাইব্রেকারে নিয়ে যান।
খেলাটিকে যেন ফাইনাল ম্যাচই মনে হয়েছিল, শুধু দুর্ভাগ্য, এতে কোনও ট্রফি ছিল না, ছিল শুধু সেমি ফাইনালে যাওয়ার সুযোগ। আর রাফায়েল নাদাল সেই টিকিট অর্জন করে নিলেন।