ডায়মন্ড লিগ জিতে আবারও ইতিহাস গড়ে খেতাব জিতলেন নীরাজ চোপড়া, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিহাস গড়াটা যেন অভ্যাসে তৈরি করে ফেলেছেন নীরাজ চোপড়া। তারকা এই জ্যাভেলিন থ্রোয়ার শুক্রবার লৌসেন ডায়মন্ড লিগ খেতাব জয় করলেন। এবং প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটিং খেতাব জেতার নজির গড়লেন নীরাজ।
সদ্য চোটের কারণে কমনওয়েলথ গেমস খেলতে পারেননি নীরাজ। গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরাজ। কিন্তু এক মাস ধরে রিহ্যাব সারার পর ডায়মন্ড লিগে নিজের পরিচিত খেলা দেখালেন নীরাজ।
নিজের তৃতীয় থ্রোতে ৮৯.০৮ মিটারের সেরা থ্রো করেন নীরাজ। এবং এই থ্রোটি নীরাজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। এর আগে দ্বিতীয় থ্রোটি ৮৫.১৮ মিটার ছিল। এরপর চতুর্থ থ্রোটি ফাউল ছিল এবং পঞ্চম থ্রোটিও একই হয়। শীর্ষে থাকা তিন থ্রোয়ারকে ষষ্ঠ থ্রোয়ের জন্য অনুমতি দেওয়া হয়। আর সেখানে নীরাজ ৮০.০৪ মিটার ছুঁড়েছিলেন।
দেখুন ভিডিও -