এবারের কমনওয়েলথ গেমস কি ভারতের সর্বকালের সেরা পারফর্মেন্স? জেনে নিন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মধুরেণ সমাপয়েত ঘটল। আর এবারের গেমসে পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে শেষ করল মোট ৬১টি পদক নিয়ে। আর এর জেরে প্রশ্ন হল, এটিই কি ভারতের সেরা কমনওয়েলথ পারফর্মেন্স?
পরিসংখ্যান কিন্তু সেই কথা বলছে না, ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে ভারত মোট ১০১টি পদক জিতেছিল। আবার চার বছর আগে গোল্ড কোস্টে ভারত ২৬টি সোনার পদক জিতেছিল, এবারে যেখানে সেটি ২২টি। কিন্তু পর্যালোচনা করলে দেখা যাবে, এবারের কমনওয়েলথই ভারতের সেরা পারফর্মেন্স।
কেন? শুটিং, তীরন্দাজি, গ্রেকো-রোমান কুস্তি ও টেনিস ছিল না এবারের কমনওয়েলথে। ফলে দিল্লি কমনওয়েলথ গেমসে যদি এই ইভেন্টগুলির পদক জয় বাদ দেওয়া হয়, অর্থাৎ শুটিংয়ে ৩০টি, তীরন্দাজিতে ৮টি, গ্রেকো-রোমান কুস্তিতে ৭টি ও টেনিসে ৪টি, তাহলে দিল্লি কমনওয়েলথে ভারত ১৭টি সোনা সহ ৫২টি পদক জিতেছিল।
তাহলে এই তুলনা করলে এবারের কমনওয়েলথ থেকেই কিছু ইভেন্ট বাদ দিতে হবে। যেমন ক্রিকেটে রুপোর পদক, জুডোর পদক এবং লন বোলসের সোনা ও রুপো বাদ দিতে হবে, কারণ এগুলি ২০১০ সংস্করণে ছিল না। কিন্তু তা সত্ত্বেও ২১টি সোনা সহ ৫৫টি পদক জিতেছে ভারত।
এদিকে ২০১৮ এর তুলনা করলে, কেবল শুটিংকে বাদ দিলে ভারত জিতেছিল ১৯টি সোনা সহ ৫০টি পদক। ফলে ২০২২ কমনওয়েলথই এগিয়ে রয়েছে ভারতের জন্য।