ভারতীয় ক্রীড়ার সোনালী সময় শুরু হতে চলেছে, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের আথে বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত মোট ৬১টি পদক নিয়ে এসেছে।
এবং এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতীয় ক্রীড়ার সোনালী সময় শুরু হতে চলেছে। নিজের বক্তব্যে নরেন্দ্র মোদী বলেছেন, "এই পারফর্মেন্সের সঠিক পর্যালোচনা শুধু পদকের সংখ্যা গুনে হবে না। আমাদের অ্যাথলিটরা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে। হয়ত এক সেকেন্ড বা এক মিটারের তফাৎ হয়েছে, তবে আমরা সেটিকে শুধরে নেব এবং এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী।"
এরপর দেশের প্রধানমন্ত্রী আরও বলেন, "এটি স্রেফ একটি শুরু এবং আমরা চুপ করে বসে থাকব না। ভারতীয় ক্রীড়ার সোনালী সময় দোরগোড়ায় চলে এসেছে।"
"আমাদের দায়িত্ব হল বিশ্বের সেরা স্পোর্টিং সিস্টেম তৈরি করা, যা একান্ত, অভেদ্য ও অনন্য হবে। কোনও প্রতিভাকে বাইরে রাখা হবে না, যেহেতু তারা প্রত্যেকেই আমাদের সম্পদ।"
এদিকে অ্যাথলেটিক্স, জুডো ও লন বলের মত ইভেন্টে ভারতের সাফল্য নিয়ে মোদী বলেছেন, "আমরা কেবল সেই ক্রীড়ায় ভালো করছি না যেখানে আমরা শক্তিশালী, বরং নতুন কিছু খেলাতেও আমরা দাগ কাটছি। হকিতে আমরা আমাদের ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করছি। গতবারের থেকে, আমরা চারটি নতুন খেলায় পদক জিতেছি। লন বল থেকে শুরু করে অ্যাথলেটিক্সে, আমাদের পারফর্মেন্স অসাধারণ ছিল। এই পারফর্মেন্স তরুণ সমাজকে নতুন খেলায় আসতে আগ্রহী করবে। আমাদের নতুন নতুন খেলায় পারফর্মেন্স আরও ভালো করতে হবে।"