চ্যাম্পিয়নশিপের আগের দিন দুর্ঘটনা, পরদিনই কোর্টে ফিরে বাজিমাত – তামান্না সাহার অসাধারণ জয়গাথা

লন্ডন/কলকাতা, ২১ জুলাই – বয়স মাত্র ১৬। কিন্তু অদম্য মনোবল আর লড়াই করার ইচ্ছাশক্তিতে অনেক পরিণত খেলোয়াড়কেও পিছনে ফেলে দিলেন কলকাতার মেয়ে তামান্না সাহা। যুক্তরাজ্যের মার্গেট টেনিস ক্লাবের হয়ে খেলে UK Kent Summer Premier League 2025-এর ডিভিশন ৬ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ও তাঁর দল Ladies 3 Team।
টুর্নামেন্টে অপরাজিত থেকে টানা জিতেছে ৯টি ম্যাচের ৯টিতেই – শতভাগ জয়! দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য – তামান্না সাহা তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে।
তবে এই কাহিনী শুধুই কোর্টের সাফল্যের নয়। ফাইনালের আগের দিন মার্শাল আর্ট কিক বক্সিং অনুশীলনের সময় এক দুর্ঘটনায় চোট পান তামান্না, যিনি এই খেলাতেও একজন অরেঞ্জ বেল্ট হোল্ডার। তাঁকে হাসপাতালে থাকতে হয় ছয় ঘণ্টারও বেশি। চোটে ক্লান্ত, শরীর দুর্বল। কিন্তু মানসিকতা? অটুট।
হাসপাতালের বেডেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন – "Show must go on..."
ফিরে আসেন পরদিন কোর্টে, এবং সেই চোট-আঘাত নিয়েই খেলেন ফাইনাল ম্যাচ। নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে এনে দেন সিজনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়।
তাঁর এই সংগ্রাম, সাহস আর মানসিক দৃঢ়তা আজ শুধু একটিমাত্র টেনিস ম্যাচের গল্প নয় – এটি এক কিশোরীর সাহসী স্বপ্নপূরণের নিদর্শন।
তামান্নার বাবা-মা কলকাতার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে ব্রিটেনে থাকেন। পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যাচ্ছেন টেনিস ও মার্শাল আর্ট।
এই সাফল্যের পর তাঁর লক্ষ্য আরও বড়। আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে খেলা – এটাই তামান্নার আগামী লক্ষ্য।
“চ্যাম্পিয়ন হওয়া শুধু ট্রফি জেতা নয়, নিজেকে হার না মানা প্রমাণ করাও,” বললেন তামান্না ম্যাচের পর।
আজকের দিনে, যখন কঠিন সময়ে ভেঙে পড়া অনেক সহজ, তামান্না সাহা দেখিয়ে দিলেন – মনোবলই আসল শক্তি।