খেলো ইন্ডিয়ায় অংশ করতে গিয়ে ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন খেলো ইন্ডিয়া টুর্নামেন্টের জন্য হরিয়ানার পাঞ্চকুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলার জিমনাস্টিক দল। কিন্তু ট্রেনে ঘটে গেল বড়সড় বিপর্যয়। অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরিফের মাঝে ঘটেছে ডাকাতি।
বাংলা দলের অনুমান, রাত ২.৩০ থেকে ৩.৩০ এর মধ্যে ঘটেছে এই ডাকাতি। চুরি হয়েছে বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেস, যার মধ্যে ছিল খেলোয়াড়দের প্রয়োজনীয় নথিপত্র, এক লক্ষের বেশি টাকা, মোবাইল ও ক্রেডিট কার্ড। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল জাজ অংশুমান ব্যানার্জির স্যুটকেসও হারিয়েছে।
তবে বাংলা দলের অভিযোগ, এই নিয়ে রেল পুলিশ, টিটি বা রেলের কোনও আধিকারিক কোনও সাহায্য করেনি। এমনকি তাদের এফআইআরও নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে অম্বালায় নেমে এফআইআর নেওয়ার কথা জানানো হয়েছে।
কিন্তু এর ফলে চন্ডীগড়ে খেলো ইন্ডিয়ায় বাংলার জিমনাস্টিক দল নামতে পারবে কিনা, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাংলার আধিকারিকদের সাথে ও খেলো ইন্ডিয়ার আয়োজকদের সাথে আলোচনা করে অংশগ্রহণের চেষ্টা করা হবে।