এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫: চীনকে হারিয়ে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে শিরোপা ধরে রাখল ভারত

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার গুমি শহরে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৫-এ ভারতের দল বুধবার সফলভাবে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে তাদের শিরোপা ধরে রেখেছে। রূপাল চৌধুরি, সন্তোষ কুমার তামিলারাসান, বিশাল টি কে এবং শুভা বেঙ্কটেশনের সমন্বয়ে গঠিত ভারতীয় দলটি ৩.১৮.১২ সেকেন্ড সময়ে সোনার পদক জিতে নেয়। চীন (৩:২০.৫২ সেকেন্ড) দ্বিতীয় এবং শ্রীলঙ্কা (৩:২১.৯৫ সেকেন্ড) তৃতীয় স্থানে শেষ করে।
প্রথম ল্যাপে সন্তোষ ভারতের হয়ে শক্তিশালী সূচনা এনে দেন। দ্বিতীয় ল্যাপে রূপাল চীনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও লিড ধরে রাখেন এবং ব্যাটন তুলে দেন বিশালের হাতে। বিশাল লিড আরও বাড়িয়ে দেন, যা শেষ ল্যাপে শুভাকে স্টাইলিশভাবে দৌড় শেষ করার সুযোগ দেয়।
এটি ভারতের ৪x৪০০ মিটার মিশ্র রিলেতে তৃতীয় পদক। এর আগে ভারত ২০১৯ সালে রূপো এবং ২০২৩ সালে সোনা জিতেছিল।
দ্বিতীয় দিনে নারীদের আধিপত্য
বুধবার গুমির ট্র্যাকে ভারতের হয়ে নারীরাই আলো ছড়ালেন। রূপাল চৌধুরী ৪০০ মিটার দৌড়ে রৌপ্য জিতে দিনের শুরু করেন। তিনি ৫২.৬৮ সেকেন্ড সময়ে ফিনিশ করে দ্বিতীয় হন। অন্য ভারতীয়, ঋতু রামরাজ, ৫৩.০০ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন।
এর কিছুক্ষণ পর, পূজা ১৫০০ মিটার দৌড়ে ৪:১০.৮৩ সেকেন্ড সময়ে ফিনিশ করে আরেকটি রূপো জেতেন। ভারতের লিলি দাস চতুর্থ হন (৪:১৩.৮১ সেকেন্ড)।
এদিন ইউনুস শাহ পুরুষদের ১৫০০ মিটারে ব্রোঞ্জ জিতে দেশের মোট পদকের সংখ্যা পাঁচে নিয়ে যান। এর আগে মঙ্গলবার গুলবীর সিং ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন।
অন্যান্য ইভেন্টে ভারতীয় সাফল্য
নারীদের লং জাম্পে শৈলি সিং ও অ্যান্সি সোজন ফাইনালে জায়গা করে নেন। শৈলির সেরা লাফ ছিল ৬.১৭ মিটার, যা ২০ জনের ফিল্ডে তৃতীয় সেরা। অ্যান্সির লাফ ছিল ৬.১৪ মিটার, যা ফাইনালে উঠতে যথেষ্ট ছিল।
হার্ডলসে জ্যোতি ইয়াররাজ ১৩.১৮ সেকেন্ড সময়ে হিটে তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।
ভারতের এই ধারাবাহিক পারফরম্যান্স আগামী দিনে আরও পদকের আশা জাগিয়ে তুলেছে।