মাত্র ২৫ বছর বয়সেই খেলাকে বিদায় জানালেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় অ্যাশ বার্টি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন বিনা মেঘে বজ্রপাত! গোটা ক্রীড়া বিশ্বকে হতবাক করে টেনিস থেকে অবসর নিলেন বিশ্বে এক নম্বর অ্যাশলে বার্টি। মাত্র ২৫ বছর বয়সে এই হতবাক করা সিদ্ধান্ত নেন বার্টি।
সদ্য অস্ট্রেলিয়ান ওপেনে ৪৪ বছর পর প্রথম ঘরের মেয়ে হিসেবে খেতাব জেতেন অ্যাশ। এছাড়াও তিন ভিন্ন পরিবেশের কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তিও অর্জন করেন বার্টি (২০১৯ ফ্রেঞ্চ ওপেন, ২০২১ উইম্বলডন ও ২০২২ অস্ট্রেলিয়া ওপেন)। কিন্তু বুধবার নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন অ্যাশ বার্টি।
নিজের ইনস্টাগ্রামে বার্টি তার ঘনিষ্ট বন্ধু ও প্রাক্তন ডাবলস পার্টনার কেসি ডেলাকোয়াকে নিয়ে বলেন, "আজ খুবই কঠিন লাগছে এবং প্রচুর আবেগকে চেপে রেখে আমি আমার অবসর ঘোষণা করছি। আমি এই খেলার প্রতি কৃতজ্ঞ। আমি খুব খুশি, আমি তৈরি এবং আমি জানি একজন ব্যক্তি হিসেবে এই মুহুর্তটিই সঠিক। আমি খুবই কৃতজ্ঞ যা টেনিস আমায় দিয়েছে, এটি আমার সমস্ত স্বপ্নের থেকেও বেশি কিছু পূরণ করেছে।"
"কিন্তু আমি জানি যে এই সময়টিই সঠিক সরে দাঁড়ানোর এবং অন্যান্য স্বপ্নগুলিকে তাড়া করতে র্যাকেটটিকে নামিয়ে রাখার।"
গত বছরের শেষের দিকে, দীর্ঘ সময়ের প্রেমিক গ্যারি কিসিকের সাথে এনগেজমেন্ট সারেন অ্যাশ। আশা করা হচ্ছে, নতুন পরিবার শুরু করতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশ।