রাজার মত ফিরলেন দেশকে গর্বিত করা অচিন্ত্য, এমন ভালোবাসা কল্পনাও করেননি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মধ্যরাতে দেশকে সোনার আলোয় উজ্জ্বল করেছিলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য, আর তারপরেই তার গ্রাম দেউলপুর সহ গোটা বাংলায় উৎসবের মেজাজ তৈরি হয়েছিল।
আর সোমবার রাতে সেই উৎসবের রাজার আগমণ ঘটল বাংলায়। কলকাতা বিমানবন্দরে অচিন্ত্যকে স্বাগত জানাতে সুদূর দেউলপুর থেকে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন। কারোর হাতে দেশের জাতীয় পতাকা, কারোর হাতে অচিন্ত্যর সোনাজয়ের মুহুর্তের ছবি। ঢোল-তাসা নিয়ে মানুষের উল্লাসে ভরপুর বিমানবন্দর চত্ত্বর যেন হার মানাবে যে কোনও উৎসবকে।
অচিন্ত্যকে স্বাগত জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জিরা। আর এই ভালোবাসা সত্যিই আশা করেননি অচিন্ত্য। তিনি বলেছেন, "এই মুহূর্তটা খুব আনন্দের। এত ভালোবাসা পাব ভাবতে পারিনি।"
এরপর গাড়ি করে দেউলপুরে ফিরলে সেখানে আরও বেশি উৎসবের চিত্র। রাত সাড়ে ১১টা নাগাদ অন্যান্য দিন যেখানে দেউলপুর নিস্তব্ধ থাকে, সেখানে আজ উৎসবের আমেজ। ঘরের ছেলেকে বরণ করে নেওয়ার পালা। বাড়ি ঢোকার আগে অচিন্ত্য চলে গেলেন কোচ অষ্টম দাসের আখড়ায়, প্রণাম করলেন গুরুকে।
এরপর গ্রামের মন্দিরে প্রণাম করে বাড়িতে ফিরলেন অচিন্ত্য, সেখানে মা পূর্ণিমা শিউলি চোখে জল নিয়ে জড়িয়ে ধরলেন ছেলেকে। ছেলের প্রিয় কড়াইশুটির কচুরি ও চানামশলা বানিয়ে দেন মা।
আপাতত বাড়িতেই থাকবেন অচিন্ত্য, মঙ্গলবার পাড়ার মানুষরা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানাবেন নিজেদের ঘরের ছেলেকে। সপ্তাহ খানেক বাড়িতে থাকার পর দিল্লি উড়ে যাবেন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে। সেখান থেকে আবারও ফিরে আসবেন বাড়িতে।