বিশ্বকাপের থেকে ইউরো কঠিন: এমবাপ্পের এই বিতর্কিত মন্তব্যের এবার কড়া জবাব দিলেন মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সবচেয়ে কঠিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ত কোনটি? অনেকেই মনে করেন ফুটবল বিশ্বকাপ। কারন ফুটবল বিশ্বকাপে বিশ্বের শ্রেষ্ঠ দলগুলি খেলে। কিন্তু ফুটবল মহলের একাংশ মনে করে বিশ্বকাপের থেকেও কঠিন হল ইউরো কাপ, যেখানে ইউরোপীয়ান দেশ গুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই বিষয়টি নিয়েই তর্ক বিতর্কে এবার জড়ালেন বিশ্বের দুই ফুটবল মহা তারকা তথা পিএসজির প্রাক্তন দুই সতির্থ কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি।
সম্প্রতি এমবাপ্পে বলেছেন যে বিশ্বকাপের থেকে ইউরো কাপ জেতা বেশি কঠিন। এই বিষয় লিওনেল মেসি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "তিনি (এমবাপ্পে) এটাও বলেছিলেন দক্ষিণ আমেরিকার দলগুলির ইউরোপিয়ান দলগুলির মতো উচ্চমানের প্রতিযোগিতা নেই। সবাই নিজের টুর্নামেন্টকে গুরুত্ব দেয়।'
এর সাথে ২০২২ বিশ্বকাপজয়ী মেসি যোগ করেছেন, "ইউরো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টুর্নামেন্টে তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে নেই। ইউরো কাপে বহু বিশ্বজয়ী দল নেই। কিন্তু বিশ্বকাপে শ্রেষ্ঠ দলগুলি খেলে, সাধারণত সকল বিশ্বচ্যাম্পিয়ন খেলে এই প্রতিযোগিতায়। সেই কারণেই সকলে বিশ্বজয়ী হতে চায়।"