বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন আর্শদীপ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার আমেরিকার বিরুদ্ধে ৭ উইকেটে বড় জয় নিয়ে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারতীয় দল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-এর শীর্ষে ভারত। আর এই ম্যাচ এর শ্রেষ্ঠ খেলোয়াড় আর্শদীপ সিং নিয়েছেন ৪টি উইকেট। তাঁর এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে গড়লেন নতুন রেকর্ড।
প্রসঙ্গত আমেরিকার বিরুদ্ধে আর্শদীপ ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নেন। এটি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলারের শ্রেষ্ঠ বোলিং ফিগার।
এর আগে এই রেকর্ড ছিল রবিচন্দ্রন অশ্বীনের। ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩.২ ওভার বল করে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অশ্বীন।
শ্রেষ্ঠ বোলিং ফিগারের পাশাপাশি আর্শদীপ আরও এক নজির গড়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে আর্শদীপ প্রথম ভারতীয় যিনি ১০ রানেরও কম রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।