ভাঙ্গা কবজি নিয়েই লড়ে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই গোলরক্ষক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং তথাকথিত কঠিন লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এর পর লিগের ২০টি দল নয়টি করে ম্যাচ খেলেছে। এমন কঠিন লিগে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখা যথষ্ট কঠিন। এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়া আরো কঠিন।
তবে এই কঠিন বিষয়কেই অনেক সহজ ভাবে ফুটবল জগতের সামনে তুলে ধরেছে পর্তুগিজ গোলকিপার জোস সা! সা প্রিমিয়ার লিগে উল্ভস দলের খেলোয়াড়। সম্প্রতি জানা গেছে, ২৯ বছর বয়সী এই গোলকিপার চোট প্রাপ্ত কবজি নিয়েই খেলে চলেছেন মরশুমের প্রথম থেকে।
যদিও এই মরশুমে উল্ভারহ্যাম্পটন ওয়ান্ডারার দলের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৯ ম্যাচ পর তাদের লিগ তালিকায় স্থান ১৮। সা এই চোটটি পান লিগে তাদের দ্বিতীয় ম্যাচে। ফুলহ্যামের বিরুদ্ধে এই ম্যাচে তিনি মিট্রোভিকের পেনাল্টি সেভ দিলেও গুরুতর চোট পান। এরপরেও বাকি ম্যাচগুলিতে তিনি খেলেছেন। উলভস প্রশিক্ষক স্টিভ ডেভিস এবিষয় বলেন, "এইভাবে তাঁর খেলে যাওয়া বুঝিয়ে দেয় তাঁর মনের জোর কতোটা।" তিনি আরও বলেন, "এর থেকেই বোঝা যায় তাঁর কঠিন চারিত্রিক গঠন। একজন গোলরক্ষক হিসেবে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ আপনি দলের শেষ লাইন।"
স্টিভ মনে করেন সা অন্যান্য খেলোয়াড়দের জন্য প্রকৃত উদাহরণ হয়ে উঠতে পারে। তিনি জানান, "সবাইকে বুঝতে হবে বিভিন্ন ধরনের ব্যাথা হতে পারে, শরীরে কিছু হাড় থাকে যা কম সমস্যার সৃষ্টি করে। চিকিৎসকের দল, প্রশিক্ষক এবং খেলোয়াড়রা এক সাথে বসে ঠিক করেন যে খেলোয়াড়রা খেলতে পারবেন, নাকি তাদের বিশ্রামের দরকার।"