কলকাতা লিগ কি শেষ করা সম্ভব?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি শেষ করা যাবে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সুপার সিক্স পর্ব? শেষ করা সম্ভব! আদৌ কি পাওয়া যাবে কোনো লিগ চ্যাম্পিয়ন! কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে লিগ কার্য সম্পন্ন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। এদিন আই এফ এ কর্তারা কলকাতার তিন প্রধানের মাঠ পরিদর্শনে যান। কিন্তু মাঠ প্রস্তুত থাকলেও, লিগের বল কি গড়াবে?
গতকাল অর্থাৎ আইএফএর প্রস্তাবিত সূচি প্রকাশের দিন নিজের ক্লাব সুরুচি সংঘে আই এফ এ সচিব অনির্বাণ দত্তকে ডেকেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে ক্রীড়া মন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন পুজোর সময় তিন প্রধানের খেলায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এদিকে আই এস এল শুরু আগামী ৭ ই অক্টোবর থেকে। আই এস এলের ম্যাচ উইক এন্ড - এ হওয়ার কথা আর সেকারনে আইএফএর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় উইক ডেজে সেরে ফেলা হবে কলকাতা লিগ। তখন মিটিংয়ে উপস্থিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন নাকি তাদের সঙ্গে এফএসডিএলের চুক্তি যে আই এস এল চলাকালীন অন্যকোন টুর্নামেন্ট বা লিগ খেলা যাবেনা! অর্থাৎ এখনও অবধি যা অবস্থা মরতে চলছে শতাব্দী প্রাচীন কলকাতা লিগ!
ইতিমধ্যেই এই মিটিং এর খবর পৌঁছে গেছে লেসলি ক্লডিয়াস সরণী ও রেড রোডে। ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তারা রীতিমত প্রশ্ন তুলছেন। তাঁরা অবাক, এমন এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাঁদের কেন ডাকা হলনা!