আইএফএ থেকে কেন সরে দাঁড়াল টাইটেল স্পনসর? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার দিনটি ভুলে যেতে চাইবে আইএফএ। একেই কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচটি স্থগিত হয়ে গেল, এবার বুধবার রাতে ঘটল আরও বড় অঘটন।
চলতি কলকাতা লিগ থেকে সরে দাঁড়াল টাইটেল স্পন্সর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। কিন্তু কেন এমনটা হল? কয়েক দিন আগে ঘটা করে সাংবাদিক বৈঠক করে পুনরায় টাইটেল স্পনসর হিসেবে ফিরিয়ে আনা হয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিকে।
কিন্তু কেন হল এমন? যা খবর, আইএফএর অন্তর্দ্বন্দ্বের জেরে এমনটা হয়েছে। জানা গিয়েছে, সচিব অনির্বাণ দত্তের সাথে দুই সহ সভাপতির মতবিরোধের বিষয়টি ভালো চোখে দেখেননি স্পনসরের কর্নধাররা। যে কোনও সিদ্ধান্তের জন্য আইএফএর মধ্যে যে দ্বন্দ্ব চলে, সেটি মেনে নিতে পারেনি কর্নধাররা।
এদিকে আইএফএ সহ সচিব তথা মুসলিম ইনস্টিটিউটের কর্তা শেখ নজরুল ইসলাম সিটি সিভিল কোর্টে মামলা করেছেন, কেন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে নেই অবনমন ও প্রোমোশন। আর এ সবের জেরে সরে দাঁড়াতে এক প্রকার বাধ্য হল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।