ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে সম্মানিত হবেন কারা? দেখে নিন তালিকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের মত এই বছরও আগামী ১ আগস্ট পালিত হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। ১০৪ বছরে পা দেবে এই ঐতিহ্যশালী ক্লাব। আর প্রতিবারের মত এবারেও ক্লাবের বর্তমান ও প্রাক্তন ফুটবলার-কর্তা সহ সমাজের নামী ব্যক্তিত্বদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল।
এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার তরুণ দে এবং প্রাক্তন ক্রিকেটার অরুপ ভট্টাচার্য।
আরও পড়ুন - অপেক্ষার অবসান! প্রকাশিত হল মোহনবাগানীদের স্বপ্নের লোগো
এছাড়া গত মরশুমের সেরা ফুটবলারের সম্মান পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভা এবং সেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কার পাবেন ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিং। গত আইএসএলে যুগ্ম সর্বোচ্চ গোলসংগ্রাহক হয়েছিলেন ক্লেইটন, অন্যদিকে গত আইএসএলে ভারতীয় হিসেবে সর্বাধিক অ্যাসিস্ট দিয়েছিলেন নাওরেম, যার ফলে সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
এদিকে প্রখ্যাত সাংবাদিক অরুণ সেনগুপ্ত ও প্রসিদ্ধ ধারাভাষ্যকার প্রদীপ রায়কে বিশেষভাবে সম্মানিত করবে ইস্টবেঙ্গল ক্লাব।
সব শেষে, ইস্টবেঙ্গলের তিন বাংলাদেশের প্রখ্যাত ফুটবলার মোনেম মুন্না, শেখ মহম্মদ আসলাম ও গোলাম মহম্মদ গাউসকে বিশেষ সম্মান জানাবে ইস্টবেঙ্গল। ১৯৯১-৯২ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন এই তিন ফুটবলার। এবার তাদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল।