প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে! সুনীল ছেত্রীর প্রতি অপমান নিয়ে প্রতিবাদ সমর্থকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে জয়ী হয় বেঙ্গালুরু এফসি। এবং এই মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এলএ গণেশন এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।
কিন্তু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ একটি ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। ডুরান্ড ট্রফি বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে তুলে দেন রাজ্যপাল ও ক্রীড়ামন্ত্রী। এরপর ট্রফি হাতে যখন ফটোসেশন শুরু হয়, তখন সুনীল ছেত্রীকে একপ্রকার সরিয়ে দেন এলএ গণেশন।
এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় শুরু হয়। ফুটবলপ্রেমী থেকে শুরু করে নেটিজেনরা রাজ্যপালের এমন আচরণকে ঘিরে। সুনীল ছেত্রী শুধু এই দেশের ফুটবল দলের অধিনায়কই নন, বিশ্বের অন্যতম নামী একজন ব্যক্তিত্ব। এবং সেই সুনীল ছেত্রীকে রাজ্যের সাংবিধানিক প্রধানের এভাবে ঠেলে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না মানুষ।
আর সেই কারণে, অনলাইনে এবার পিটিশন শুরু করেছে ফুটবলপ্রেমীরা। সেই পিটিশনের দাবি হল, প্রকাশ্যে এই আচরণের জন্য ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে এবং আগামী দিনে এমন ব্যক্তিত্বদের যেন সম্মান দিতে পারেন, এই আশ্বাস দিতে হবে রাজ্যপালকে।
নীচে রইল সেই অনলাইন পিটিশনের লিঙ্ক।
https://www.change.org/p/west-bengal-governor-should-apologize-to-sunil-chhetri
ইতিমধ্যেই এই পিটিশনে ২৫৩ জন মানুষ নিজের সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে, রাজ্যের নতুন রাজ্যপালের এমন আচরণে ক্ষুব্ধ বাংলা তথা দেশের মানুষ। এবং সোশ্যাল মিডিয়া ও অনলাইনে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তারা।