গোষ্ঠ পালের বিবরণীতে পিকে ব্যানার্জির ছবি! রাজ্য সরকারের বইয়ে উঠে এল মস্ত বড় ভুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা ফুটবলের দুই মহীরুহ হিসেবে নিঃসন্দেহে নাম আসবে গোষ্ঠ পাল ও প্রদীপ কুমার ব্যানার্জির নাম। অথচ এই দুই প্রবাদপ্রতিম চরিত্রকে গুলিয়ে ফেলল খোদ পশ্চিমবঙ্গ সরকার। গোষ্ঠ বিহারী পালের বিবরণীতে ছবি হিসেবে ব্যবহৃত হল পিকে ব্যানার্জির তরুণ বয়সের ছবি।
সোমবার শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সহ আইসিএসই ও সিবিএসই মাধ্যমের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে নানান উপহার সহ একাধিক বই পুরষ্কৃত করা হয়, আর তার মধ্যে অন্যতম ছিল বাংলার স্বনামধন্য ব্যক্তিত্বদের জীবনী নিয়ে লেখা বই "বাংলার কিংবদন্তীরা"।
আর সেই বইতে চীনের প্রাচীর হিসেবে সুপরিচিত কিংবদন্তী ডিফেন্ডার গোষ্ঠ পালের জীবনীও লেখা ছিল। কিন্তু সেখানে গোষ্ঠ পালের পরিবর্তে ব্যবহৃত হয়েছে পিকে ব্যানার্জির তরুণ বয়সের ছবি।
এবং নিঃসন্দেহে এটি মস্ত বড় ভুল রাজ্য সরকারের তরফ থেকে। কারণ এর জেরে বাংলা তথা ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তী গোষ্ঠ পালের সম্বন্ধে ভুল তথ্য পাবে ভবিষ্যৎ প্রজন্ম। আশা করা যায়, দ্রুত এই ভুল শুধরে বইটির নতুন সংস্করণ প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার।