রাজ্য সরকারের তরফ থেকে শোকজের নোটিস পেল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে হারতে হয় এটিকে মোহনবাগানকে। কিন্তু ম্যাচের অন্যতম বিতর্কিত মুহুর্ত হয়ে দাঁড়ায়, যখন দ্বিতীয়ার্ধে নিভে যায় যুবভারতীর একটি বাতিস্তম্ভ। আর এর জেরে প্রায় ১২ মিনিট খেলা বন্ধ থাকে।
কিন্তু প্রশ্ন হল, কি কারণে হঠাৎ করে নিভে গেল আলো? ২০১৭ সালে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে যুবভারতীর আমূল সংস্কারের পর সম্ভবত এই প্রথম এমন ঘটনা ঘটল।
আর এর জেরে যুবভারতী সহ বাংলা ফুটবলের মানক্ষুণ্ণ হয়েছে, এমনই বার্তা দিয়ে ম্যাচের আয়োজক এটিকে মোহনবাগানকে শোকজের নোটিস দিয়েছে রাজ্য ক্রীড়া দপ্তর। সেই নোটিসে এটিকে মোহনবাগান ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানাতে হবে।
বলা বাহুল্য, এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নিজস্ব সংস্থা হল সিইএসসি, যা কলকাতার বিদ্যুতের অন্যতম বড় সরবরাহকারী। সেই সিইএসসি এটিকে মোহনবাগানের স্পনসরও বটে, আর তাদের আয়োজনে হওয়া ম্যাচে কিনা ঘটল বিদ্যুৎ বিভ্রাট!